বাংলাদেশ যুব গেমস-২০১৮ আন্ত:উপজেলা উশু প্রতিযোগিতা

44

বাংলাদেশ যুব গেমস-২০১৮ আন্ত:উপজেলা উশু প্রতিযোগিতা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২৪ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা, ওসমানীনগর উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার মধ্যে এ প্রতিযোগিতা শুরু হয়। যুব গেমস-২০১৮ সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় রাত ৮টায়।
খেলা উদ্বোধন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সম্পাদক বিপুল চন্দ্র তালুকদার, সুব্রত রায়, জেলা উশু এসোসিয়েশনের মহিলা সম্পাদিকা নাজমা বেগম প্রমুখ।
সান্দা ৫২ কেজি ওজনের ক্যাটাগরিতে মেয়েদের খেলায় বিজয়ী হন সিলেট সদর উপজেলা সর্বানী পুরকায়স্থ। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক উশু কোচ জাতীয় জাজ মো. আনোয়ার হোসেন। সহকারী জাজ হিসেবে ছিলেন জাতীয় সান্দা জাজ কাইফ আহমদ রুবেল, জাতীয় তাউলু জাজ এমদাদুল হক, সান্দা জাজ আব্দুর রহমান সানি, জাজ বদরুজ্জামান রাজু, জাজ তানভীর চৌধুরী, জাজ আরিফ উদ্দিন ওলি। বিজ্ঞপ্তি