জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ২৭ ফেব্রæয়ারি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ শেষে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও র্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রিয়াদ বিন ইব্রাহিম ভ‚ইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মো.আইয়ূব খান, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীন, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মিজানুর রশীদ চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাবুদ্দীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান, থানা পুলিশের এসআই সাইফুদ্দিন, সাংবাদিক শংকর রায়, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, পৌরসভার নারী কাউন্সিলর বাহারজান বিবি, আশারকান্দি ইউপি সদস্য শাহজাহান খান, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সমাজকর্মী রফিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আজিজ মিয়া প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন আলফাত হোসাইন ও গীতাপাঠ করেন পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী।