দক্ষিণ সুরমায় আটক ৮ মাদক সেবনকারীকে কারাগারে প্রেরণ

59

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত। গত শনিবার রাত পৌণে ১০টায় র‌্যাব-৯ সদস্যরা দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এ কারাদন্ড দেয়া হয়। গতকাল রবিবার আটককৃতদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছে- গোলাপগঞ্জ থানার টিকরবাড়ির আতিকুল হকের পুত্র আজিজুল হক রনিকে (২৫) ১০ দিনের, দক্ষিণ সুরমার ঝালোপাড়ার ছিফাত উল্লার পুত্র গিয়াসকে (৩৫) ২০ দিনের, বিশ্বনাথের টুকেরকান্দি এলাকার আয়ুব আলীর পুত্র শাহ আলমকে (৩৪) ১০ দিনের, দক্ষিণ সুরমার তেতলী এলাকার আশ্রব আলীর পুত্র লেবু মিয়াকে (৪৫) ১০ দিনের, সুনামগঞ্জ জেলার জগন্নথপুরের খিদিরপুর এলাকার আমরু মিয়ার পুত্র কুটি মিয়াকে (৩৫) ১০ দিনের, দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকার আব্দুল লতিফের পুত্র সুমনকে (১৯) ২ দিনের, সদর উপজেলার টুকেরবাজার এলাকার ছমির উদ্দিনের পুত্র এলাম হোসেনকে (৪৭) ৩০ দিনের এবং দক্ষিণ সুরমার বদিকোনা এলাকার গিয়াস উদ্দিনের পুত্র জাহাঙ্গীরকে (২৩) ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ গ্রাম গাঁজা, ৪টি মোবাইল, ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়।
গতকাল রবিবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, গত শনিবার রাতে র‌্যাব-৯ সদস্যরা দক্ষিণ সুরমা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান করে। অভিযানে আটককৃত মাদক সেবীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমানা আদালত। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করে সকল মাদকসেবীদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।