স্টাফ রিপোর্টার :
নগরীর সোবহানীঘাটে পুলিশের উপর হামলা ও ভাংচুরের এসল্ট মামলায় আটক ৪ ছাত্রদল নেতার রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার সকালে পুলিশ তাদেরকে সিলেটের এডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাইম বিল্লাহ এর আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
রিমান্ড আবেদন নামঞ্জুর হওয়া ৪ জন হলেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান মুন্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ফাহিম চৌধুরী, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা ফয়ছল ইসলাম ও ফরিদ আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদি পক্ষের আইনজীবী ও সিলেট জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট আব্দুল মালেক।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিমের সোবহানীঘাটস্থ বাসায় পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি ছিল পুলিশের। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ ওই বাসায় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ ওই ৪ জনকে আটক করে। এসময় আবুল কাহেরের বাসা থেকে ৩ টি পাসপোর্ট ও ৪ টি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় পরদিন ১৭ সেপ্টেম্বর সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই বিষ্ণুপদ রায় বাদী হয়ে ৫৫ জনের নামোল্লেখ করে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। মামলায় এই চারজনও আসামি ছিলেন।