কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট (বামডো) এর কার্যকরী পরিষদেরদ্বি-বার্ষিকী নির্বাচন আজ ১৯ জানুয়ারি শুক্রবার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় সেন্টারে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। মোট ভোটার ১৫৮০ জন। এর মধ্যে পুরুষ ১১১২ ও মহিলা ৪৬৮ জন। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সদস্য সচিব আব্দুল খালেক জানান, ১১টি পদে নির্বাচনের মধ্যে সভাপতি পদে আব্দুল মজিদ চৌধুরী এবং সাহিত্য সাংস্কৃতিক পদে হোসেন আহমদ বিনাপ্রতদ্বন্দ্বিতার নির্বাচিত হয়েছেন। ১৯ জানুয়ারি ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে মোঃ রহিম উদ্দিন মজুমদার (মই মার্কা), হাজী খাইরুজ্জামান ( বাইসাইকেল)। সাধারণ সম্পাদক পদে মোঃ সাজ্জাদুল হক স্বপন (তালা), মোঃ আব্দুল ওয়াহিদ (হরিণ), মোঃ হাবিব আলী (মাছ)। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম রাজা (উড়োজাহাজ), মোঃ রশিদ উদ্দিন (টেবিল), মোঃ ফয়জুর রহমান (আম)। কোষাধ্যক্ষ পদে নূর মোহাম্মদ (হাতি), মোঃ মহব্বত আলী (কুদাল)। সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার বক্স রানা (মোরগ), মোঃ উছমান খান (গোলাপ ফুল)। সমাজকল্যাণ সম্পাদক পদে হাফেজ শফিকুর রহমান (বাল্ব), মোহির উদ্দিন (রিক্সা)। ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুল খালিক (মোটর সাইকেল), মোঃ রাফে আলী (ফুটবল)। আন্তর্জাতিক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন রানা (মোবাইল), মোঃ ইউনুস আলী (চশমা), হামিদুর রহমান (মোমবাতি)। অফিস ও লাইব্রেরী সম্পাদক পদে মোঃ সাইফুর রহমান (গরুর গাড়ী) ও মোঃ শাহেজামান (কম্পিউটার)। নির্বাচনের কমিশন চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন হাজী আব্দুস সামাদ, সদস্য সচিব মোঃ আব্দুল খালেক, সদস্য মোঃ মুজিবুর রহমান, মোঃ রেজাউল করিম ও মোঃ হেলাল উদ্দিন। প্রিসাইডিং অফিসার হিসাবে থাকবেন কমলগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা।