ছাত্র জমিয়তের সকল শাখায় হাফিজ সাদিকের মতো নিষ্ঠাবান দায়িত্বশীল প্রয়োজন —- শাহীনুর পাশা

59

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে শাখার সহ সাধারণ সম্পাদক হাফিয সাদিক আহমদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার নগরীর মিরাবাজারস্থ একটি হোটেলে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্র জমিয়তের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, ছাত্র জমিয়তের প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী বলেন, ছাত্র জমিয়তের তরে হাফিয সাদিক আহমদের অবদান স্মরণীয় থাকবে। তার নিষ্ঠাবান নেতৃত্বে ছাত্র জমিয়ত অনেক উপকৃত হয়েছে। ছাত্র জমিয়তের সকল শাখায় হাফিয সাদিক আহমদের মতো নিষ্ঠাবান দায়িত্বশীল প্রয়োজন। যুক্তরাষ্ট্রে গিয়েও তিনি জমিয়তের কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখবেন বলে আমরা আশাবাদী।
মহানগর সাধারণ সম্পাদক ইমরান আহমদ এবং সহ সম্পাদক হুসাইন আহমদ ও হাফিয জাহেদ আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্র জমিয়তের প্রাক্তন সভাপতি মুফতি নাসির উদ্দিন খান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মহানগর ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক হাফিয সাদিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফিয মাওলানা ফখরুযযামান, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসিমী, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সালিম ক্বাসিমী, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আবু খায়ের, সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখা সভাপতি আমিনুল ইসলাম, সিলেট এম.সি কলেজ শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ বাবর, সাধারণ সম্পাদক হাবিবুর রাহমান, সিলেট সদর উপজেলা শাখা সভাপতি ফাহিম আহমদ সুমন, কানাইঘাট উপজেলা শাখার সহ সভাপতি কামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সহ সভাপতি ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ সাদী, সমাজসেবা সম্পাদক আবু বকর সিদ্দীক, মাদরাসা বিষয়ক সম্পাদক মুরাদ বিন হামিদ, ২১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাকওয়ান মুহাম্মদ সালেহ, ২৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হুসাইন মনজু, সাংগঠনিক সম্পাদক হাফিয জাফর সরওয়ার, ১৯নং ওয়ার্ড শাখার মাদরাসা বিষয়ক সম্পাদক রেযওয়ান আহমদ, ছাত্রনেতা কে এম তাহমিদ হাসান, আতিকুর রহমান, আবুল হাসান, হাবিবুর রাহমান মাসরুর, সালমান আহমদ, হাফিয নাসির উদ্দিন, শাহ ইমাম উদ্দিন, হাফিয ওয়ালিউল্লাহ, জুবায়ের আহমদ, হাসান আহমদ, মাসুম আহমদ, ইমদাদ হুসাইন, উসমান আহমদ, জুমন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি