২০ মে রক্তস্নাত মুল্লুক চল আন্দোলনের শতবর্ষ উপলক্ষে শুক্রবার ২১ মে বিকাল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চা শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সংগঠক বীরেন সিং, পরিচালনা করেন কেন্দ্রীয় সংগঠক অজিত রায়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিলেট জেলা শাখার আহবায়ক মোখলেছুর রহমান। সমাবেশে উপস্থিত ছিলেন চা শ্রমিক নেতা হৃদয় লোহার, আমেনা বেগম, মনা গঞ্জু, রিংকু কর্মকার স্বাধীন সিং প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন ২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, স্ববেতন ছুটি, ভূমি অধিকার নিশ্চিত করা, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ৫ কেজি সাপ্তাহিক রেশন, প্রত্যেক বাগানে এম বি বি এস ডাক্তার নিয়োগ, সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, চা শ্রমিকদের পেনশন ব্যবস্থা চালু করার দাবি জানান। নেতৃবৃন্দ সকল চা শ্রমিকদের প্রতি আন্দোলনের মাধ্যমে মুল্লুক চল আন্দোলনের প্রেরণায় চা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সমাবেশ শেষে চা শ্রমিক দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি, ভূমি অধিকার নিশ্চিত করা সহ চা শ্রমিকদের ন্যায়সঙ্গত নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড, লাল পতাকা নিয়ে সুসজ্জিত একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি