জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ দিয়ে সহায়তা করে আসছে। জৈন্তাপুরে পতিত জমিতে কৃষি কাজ বাড়াতে কৃষকদের আরও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, কৃষকরা হচ্ছে আমাদের দেশের প্রাণশক্তি।
সরকার প্রান্তিক ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উন্নয়ন ও কল্যাণে খাদ্য উৎপাদনে সার-বীজ, সরিষা ও মৌসুমী সবজি বীজ বিনামূল্যে বিতরণ করছে।
জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে সার-সরিষা ও মৌসুমী সবজি বীজ বিতরণ কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গত ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সার-বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার।
সভায় বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, শ্রীপুর চা-বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম।
সভা পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গৌতম চন্দ্র সূত্রধর ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শাহাব উদ্দিন।
চলিত অর্থ বছরে উপজেলার ২ হাজার ৩০ জন কৃষকদের মাঝে গম ভুট্টা বীজ,১হাজার ৮শত ৫০ জন কৃষক-কে সরিষা বীজ এবং ৭শত কৃষক কে মৌসুমী সবজি বীজ বিতরণ করা হয়েছে।