তুহীন বিশ্বাস

15

আলো আঁধারের খেলা :

শুকিয়ে গেছে মাঠ, বিবর্ণ সবুজ ঘাস
ঝরাপাতা খুড়িয়ে চলে ঘূর্ণন বাতাসে।
তপ্ত দুপুরে উত্তপ্ত মাটির ঝাঁঝালো গন্ধ
অসহিষ্ণু মনে কিলবিল করে হতাশা।

একখণ্ড কালো মেঘ ঢেকে দেয় সূর্য,
মৃদু বাতাসে আশ্বস্ত হয় পোড়া মন।
শুষ্ক ঠোঁটে ঝরে পড়ে একফোঁটা জল
স্বস্তির দূত টোকা মারে হতাশার দরজায়।

আঁধার থেকে বুঝে নাও আলোর মর্মকথা
দুঃখ থেকে শিক্ষা নাও সুখ-শান্তির কথা।