আজ ৬ সেপ্টেম্বর সাবেক তথ্য অফিসার মোহাম্মদ আফতাব-উন-নবী জায়গীরদার এর ১৯তম মৃত্যু বার্ষিকী। তিনি ০৬-০৯-১৯৯৯ খ্রিঃ সকাল ৮.৩০মিঃ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭ বৎসর বয়সে ইন্তেকাল করেন। ঐ দিন বাদ এশা হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং মাজার সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুম আফতাব-উন-নবী ইষ্টার্ণ হেরাল্ড, সাপ্তাহিক যুগভেরী ও মাসিক অগ্রদূত পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি সিলেট পেনশনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ স্কাউটস্ এর কমিশনার ছিলেন। তিনি চাকুরী জীবনে হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার ও জামালপুরের মহকুমা জনসংযোগ অফিসার, সিলেট নোয়াখালী কুমিল্লা ও যশোহরের জেলা জনসংযোগ অফিসার এবং রাজশাহী ও ঢাকার তথ্য অফিসার হিসাবে চাকুরী করেন। সরকার ১৯৮৩ খ্রিঃ সিলেটের জেলা জনসংযোগ অফিসারের পদ বিলুপ্ত করে তথ্য অফিসারের পদ সৃষ্টি করলে মরহুম আফতাব-উন-নবী সিলেটের প্রথম তথ্য অফিসার হিসাবে যোগদান করেন এবং ১৯৮৪ খ্রিঃ সুদীর্ঘ ৩৪ বছর চাকুরী শেষে অবসর গ্রহণ করেন। মরহুম আফতাব-উন-নবী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চাঁন্দবাড়ী গ্রামের মরহুম মোহাম্মদ বাদশা মিয়া জায়গীরদারের জ্যেষ্ঠ পুত্র। বিজ্ঞপ্তি