অসহায় দরিদ্র জনগোষ্ঠির কল্যাণে এগিয়ে আসতে হবে ——— রাগীব আলী

14

অসহায় দরিদ্রের মধ্যে বস্ত্র বিতরণসহ আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে দানবীর রাগীব আলী প্রতিষ্ঠিত রাগীব রাবেয়া ফাউন্ডেশন। বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দানবীর রাগীব আলী বলেন, মানুষ মানুষের জন্য একটি মানবিক আবেদন। এই আবেদনে সাড়া দিয়ে যারা সমাজের উন্নয়নে এগিয়ে আসবে তারাই সফলকাম হবে। তিনি বলেন, অসহায় দরিদ্রজনগোষ্ঠি আমাদের কারো না কারো স্বজন। তাদের বস্ত্রহীন কিংবা শীতার্ত রেখে নিজের বেচে থাকা অর্থহীন। এই প্রেক্ষাপটে আমাদের সবাই অসহায় দরিদ্র জনগোষ্ঠির কল্যাণে এগিয়ে আসতে হবে।
রাগীবনগরস্থ লিডিং ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শতাধিক ব্যাক্তি ও প্রতিষ্ঠান অনুদান গ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল হান্নান, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহিদ সারো, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের গবেষণা সহকারী জসিম আল ফাহিম প্রমুখ। অনুষ্ঠানে দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া, বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন পরিষদের পক্ষে কবির হোসেন দলা মিয়া, হবিগঞ্জের পানিউমদা ইউনিয়ন পরিষদের পক্ষে মোঃ ইজাজুর রহমান, রাগীব রাবেয়া স্পোর্টিং ক্লাব সুনামগঞ্জ এর পক্ষে জমিরুল হক তালুকদার, রাগীব রাবেয়া স্মৃতি রক্ষা পরিষদের পক্ষে সহ সভাপতি মোস্তফা কামাল, রাবেয়া খাতুন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষে আলতাব আলী, শাহজালাল মাল্টিপারপাস সোসাইটির পক্ষে রকিব আহমদ রুবেল, আইডিয়াল যুব ক্রীড়া সংস্থা বাগবাড়ি, জকিগঞ্জ সাহিত্য সংসদরে পক্ষে কবি ফজলুর রহমান, জামালগঞ্জ প্রতিবন্ধী সমাজকল্যাণ সমিতির পক্ষে আবুল কাশেম, জকিগঞ্জ প্রেসক্লাব, সুফি সাদক শীতালং শাহ শিল্পী গোষ্ঠির পক্ষে বাউল নোমান উদ্দিন ও দক্ষিণ সুরমার মুক্তযোদ্ধা শফিকুর রহমান শাড়ি লুঙ্গি গ্রহণ করেন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও শাড়ি লুঙ্গি গ্রহণ করেন। বিজ্ঞপ্তি