কাজিরবাজার ডেস্ক :
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারণে আসন্ন রমজান মাসে আল আকসাসহ ফিলিস্তিনের সব মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বুধবার দেশটির গ্রান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসাইন কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
এক বিবৃতিতে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য মসজিদ বন্ধ রাখার যে ঘোষণা আগে দেয়া হয়েছিল, তা রমজানেও বলবৎ থাকবে। কেবল বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে।
এর আগে সৌদি আরবেও আসন্ন রমজানে মসজিদগুলোতে জামাতে তারাবির নামাজ আদায় স্থগিত ঘোষণা করেছে দেশটির সরকার।
রবিবার দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের সূত্রের বরাতে গালফ নিউজের খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে, মক্কা ও মদিনা মসজিদে সীমিত আকারে তারাবির জামাত চালু থাকবে, অন্য মসজিদে জামাত অনুষ্ঠিত হবে না।
সৌদির ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানে তারাবির নামাজ কেবল ঘরেই আদায় করা হবে। কারণ করোনাভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।