গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দিন – তাহসিনা রুশদীর লুনা

34

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদাজিয়ার অন্যতম উপদেষ্টা ও জননেতা এম.ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা এক বিবৃতিতে ওসমানীনগর, বিশ্বনাথসহ সিলেটে গ্রেফতারকৃত বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন সরকার বেশামাল হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে অন্যায় ও বেআইনীভাবে গ্রেফতার করছে এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে। তিনি বলেন, এভাবে মামলা ও গ্রেফতার করে অতীতে কোন স্বৈরাচারী সরকার ক্ষমতায় ঠিকে থাকতে পারে না, অবৈধ শেখ হাসিনার সরকারও ঠিকে থাকতে পারবে না। তিনি গ্রেফতারকৃত ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতাহির আলী চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসটিএম ফখর উদ্দিন চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ কয়ছর আহমদ চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক গয়াছ মিয়া (ভাইস চেয়ারম্যান), বিএনপি নেতা সিরাজুল ইসলাম, কয়েছ আহমদ চৌধুরী, ইরশাদ উদ্দিন জিলু, আব্দুল মন্নান, কামাল আহমদ পারভেজ, হাদিস খান, কমরু মিয়া, সার্জন মিয়া, শরীফ আহমদ চৌধুরী, আবুল কালাম, ওসমানী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিব আলী, ও আতিকুল আলম, বিশ্বনাথ উপজেলা বিএনপি সিনিয়র সদস্য আবারক আলী মেম্বার, যুবদল নেতা আব্দুর রব জকিগঞ্জ পৌরবিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শাকুর ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদসহ কারাগারে আটক সকল নেতৃবৃন্দের নিশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। তিনি বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাটসহ সকল উপজেলা ও পৌর শাখার বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসাবাড়ীতে পুলিশি তল্লাশির নামে ভাংচুর ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এসব অন্যায় ও বেআইনী তল্লাশি বন্ধের জোর দাবি জানান। তিনি সরকারকে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী মনোভাব পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি