রাতারগুল সোয়াম ফরেস্টে ১০ হাজার মূর্তার চারা নষ্ট করলো দুর্বৃত্তরা!

48

দেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুল। গনমাধ্যমের কল্যাণে বিশ্বে এ জলার বনটি পরিচতি লাভ করেছে। রাতারগুল জলার বনের সৌনদর্য্য আরো বাড়ানোর জন্য বন বিভাগ মূর্তা গাছসহ বিভন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছ রোপণ কার্যক্রম চালাচ্ছে। মঙ্গলবার সকালে থেকে বন বিভাগের ৪৫ জন শ্রমিক মূর্তা গাছের চারা রোপণ করেন।
কিন্তু হঠাৎ করে স্থানীয় এলাকার মক্তার মিয়া, সাব্বির আহমদ, আলাউদ্দিন, মকবুল, আবুল ও শফাত মাইকিং করে গ্রামের মানুষ জড়ো করে। তারা রোপণকৃত চারা ও গাছ উপড়ে নিয়ে যায়।
এ বিষয়ে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই এলাকার মক্তার মিয়া, সাব্বির, আলাউদ্দিন, শফাতসহ ২০/২৫ জনের একটি চক্র রাতারগুল জলারবন এলাকা দখল করতে চায়। তারই ধারবাহিকতায় রাতারগুল জলার বনে রোপণকৃত গাছ ও চারা আজ এ চক্রটি উপড়ে ফেলেছে।’ এ বিষয়ে তিনি গোয়াইনঘাট থানায় জিডি করেছেন বলে জানান। (খবর সংবাদদাতার)