গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লেঃ কর্ণেল (অব.) অধ্যক্ষ আতাউর রহমান পীর, সিনিয়র যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন এডভোকেট, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব মকসুদ হোসন এক বিবৃতিতে ইদানিং রাজধানী সহ দেশে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং, প্রিপেইড মিটারে অনিয়ম ও কার্ড ক্রয়ে চরম ভোগান্তিতে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, ঘন ঘন লোডশেডিং এর ফলে জনজীবন, ব্যবসা-বাণিজ্যে, শিক্ষার্থীদের পড়ালেখায়, ইবাদত-বন্দেগীতে ভোগান্তির সৃষ্টি হয়েছে। অন্যদিকে ফ্রি প্রিপেইড মিটার স্থাপনের সময় বিভিন্ন সার্ভিসের নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও প্রিপেইড মিটারের কার্ড ক্রয়ে বিদ্যুৎ গ্রহকগণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সীমাহীন ভোগান্তি ও বিড়ম্বর শিকার হচ্ছেন। এতে করে গ্রাহকগণের মধ্যে প্রচন্ড ক্ষোভ ও বিরক্তি সৃষ্টি হচ্ছে।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে বিদ্যুতের লোডশেডিং বন্ধ, প্রিপেইড মিটারে অনিয়ম ও কার্ড ক্রয়ে ভোগান্তি দূর করার আহবান। অন্যথায় গ্রাহকদের স্বার্থে আন্দোলন গড়ে তোলা হবে। বিজ্ঞপ্তি