আবু আফজাল সালেহ
চারিদিকে অন্ধকার…
সুড়ঙ্গপথমুখে আলোর দেখা নেই।
কাছের লোকগুলোয় বিশ্বাসঘাতক আজ,
যাকে ভালোবাসি- কাছে ডাকি
তার মন অন্যতে- আমাতে নেই,
মুখ আর মুখোশ এক হয়ে গেছে।
মুখে কথার তুবড়ি ফোটে,
মনে হয় তার মতো আপনজন আর নেই পৃথিবীতে…
কিন্তু পারলে মিথ্যাবাদী বানিয়ে দেবে!
সবকিছুর কী প্রমাণ থাকে?
বিবেক আর বিশ্বাস বলে কী কিছু থাকতে নেই!