বেড়িবাঁধে গাছ ও ঘাস লাগাতে হবে – পানি সম্পদ সচিব

29

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। ২৬ জানুয়ারি শনিবার জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পোল্ডার-২ এলাকার নারিকেলতলা বেড়িবাঁধ পরিদর্শন কালে সচিব বলেন, বেড়িবাঁধে বেশি করে গাছ ও ঘাস লাগাতে হবে। বাঁধের কাজে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাজে কোন প্রকার ফাঁকি দেয়া মেনে নেয়া হবে না। তিনি আরো বলেন, দেশের প্রতিটি নদীতে নৌকা চলাচল করতে হবে। তা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী নাসির উদ্দিন, হাসান গাজী, আজমল হোসেন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, থানার এসআই আফছার আহমদ, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী আবদুল গফুর, রাণীগঞ্জ ইউপি সদস্য আবুল কালাম, আবদুল মুকিত, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।