স্টাফ রিপোর্টার :
উদ্বেগ-উৎকণ্ঠার মাঝে হরতাল উপেক্ষা করে স্বত:স্ফূর্তভাবে এসএসসি পরীক্ষায় অংশ নিলো শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত সিলেটের সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে, গতকাল এসএসসি’র বাংলা প্রথমপত্রে সিলেটে ৬৬ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় অংশ নিয়েছে ৬৬ হাজার ১১১ জন। প্রথম দিন অনুপস্থিত ছিলো ১৮৯ জন।
কাজী জালাল উদ্দীন কেন্দ্রের পরীক্ষার্থী সজীব আহমদ বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে চাই। অবরোধ-হরতালে আমাদের ভয় লাগে, পড়ালেখার ক্ষতি হয়। হরতালের কারণে গতকাল অনেকটা ভয়ে ভয়ে পরীক্ষা দিতে হয়েছে।’
সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, আমরা রাজনীতি করি না, রাজনীতি বুঝি না। আমাদেরকে নিয়ে কেন রাজনীতি হচ্ছে। এরকম রাজনীতি আমরা দেখতে চাই না।’
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান জানান, গতকাল সকাল ৯টায় সিলেট বিভাগের ১১৯টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে যথা সময়ে শেষও হয়েছে। স্বত:স্ফূর্তভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। হরতালের কারণে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে কোন অসুবিধা হয়নি।
উল্লেখ্য, খালেদা জিয়ার উপর মামলা দায়েরের প্রতিবাদের অজুহাত দাঁড় করিয়ে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সিলেট বিভাগে গতকাল শুক্রবার ও আজ শনিবার হরতাল আহ্বান করে ছাত্রদল।
পরীক্ষা কেন্দ্রে জেলা ছাত্রলীগের পাহারা : সিলেটে ছাত্রদলের ডাকা হরতালে নির্বিঘেœ এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল শুক্রবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাইরে পাহারা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা গতকাল সকাল ৮টা থেকে সিলেট নগরীর হাতিম আলী উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, শাহপরান (রহ.) উচ্চ বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, এইডেড হাই স্কুল, মডেল হাই স্কুল, হাতিম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আম্বরখানা সরকারী গার্লস হাই স্কুলসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাহারা বসান। হরতাল আহ্বানকারী ছাত্রদল নেতাকর্মীরা যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য তারা কেন্দ্রের বাইরে সর্তক অবস্থান নেন।
সিলেটে এসএসসিতে ১৮৮ ও দাখিলে অনুপস্থিত ১০১ : প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষা সিলেট বিভাগে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার প্রথম দিনের পরীক্ষায় এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট ২৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। প্রথম দিনের পরীক্ষায় সিলেটে কেউ বহিস্কার হয়নি বলে বোর্ড সূত্র জানিয়েছে। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল মান্নান খান জানিয়েছেন, গতকাল এসএসসি’র বাংলা প্রথমপত্রে সিলেটে ৬৬ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় অংশ নিয়েছে ৬৬ হাজার ১১১ জন। প্রথম দিন অনুপস্থিত ছিলো ১৮৯ জন। তিনি জানান, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বাড়লেও কমেছে অনুপস্থিতির হার। গত বছর বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৯৭ জন অনুপস্থিত ছিল।
এছাড়া মাদরাসা বোর্ডে সিলেট বিভাগে প্রথম দিনে পরীক্ষার্থী ছিলো ১৬ হাজার ১৯৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১৬ হাজার ৯৭ জন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১০১ জন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষা ঠেকাতে হরতাল ডাকা হলেও সিলেটে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ শনিবার এসএসসি ও সমমানের দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিনও সিলেট বিভাগে ছাত্রদল হরতাল ডেকেছে।