বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ॥ নিজেদের অস্তিত্ব রক্ষায় সকলকে বৃক্ষরোপণ করতে হবে

63
????????????????????????????????????
????????????????????????????????????

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দেব বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য নয়, নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে সকলকে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষ মানুষকে রক্ষার পাশাপাশি জীব বৈচিত্র্যে ভারসাম্য আনয়ন করে, এবং গোটা প্রকৃতিকে ঢেলে সাজায়। তাই সম্মিলিত ভাবে বৃক্ষ রোপণ তার পরিচর্যা সহ প্রকৃতি রক্ষায় সকলকে কাজ করতে হবে। তিনি ১৮ আগষ্ট শনিবার বিকেলে নগরীর সরকারী আলিয়া মাদরাসা মাঠে সিলেট বন বিভাগ ও কৃষি সম্পসারণ অধিদপ্তর আয়োজিত ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট বিভাগীয় বনকর্মকর্তা আর,এস, এম মুনিরুল ইসলামের স্বাগত বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ড. আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া, কৃষি সম্পাসারন অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপ পরিচালক বিনল চন্দ্র সোম, বিএডিসি সিলেটের উপ-সহকারী পরিচালক জিল্লুর রহমান, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক দেবজিৎ সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরেষ্ট জামে মসজিদের ইমাম হাবিবল্লাহ মিছবাহ, গীতা পাঠ করেন ফরেষ্টার চয়ন ভ্রত চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিস্ট আফতাব চৌধুরী, গ্রামীণ জনকল্যাণ সংসদ সিলেটের নির্বাহী পরিচালক জামিল চৌধুরী, নার্সারী মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর আহমদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার প্রাপ্ত নার্সারী, মালিক, অংশগ্রহণকারী বিভিন্ন ষ্টল ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি