ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

15

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের চর তাজপুর গ্রামের সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতরা হলেন ছর তাজপুর গ্রামের সৈয়দ রুনু মিয়া (৬৫),আব্দুল আওয়াল (৪০), সুজেল মিয়া (২৫),আব্দুল হামিদ (৬৫), হেলাল মিয়া (৪০),দুলাল মিয়া (৩০), আপ্তাবান বিবি (৬৬)। তাৎক্ষণিক অনান্য আতদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, উপজেলার চর তাজপুর গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র দুলাল মিয়ার বাড়ির উপর দিয়ে গ্রামের বৈদ্যুতিক চলমান লাইনের উপর গাছ পালা কর্তনের বিষয় নিয়ে দুলাল মিয়া ও তার ভাইদের সাথে কিছু দিন ধরে গ্রামের পঞ্চায়েতের লোকজনের বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে গ্রাম্য পাঞ্চায়েতে একাধিক সালিশ বৈঠকও হয়েছে। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরের দুলাল মিয়াকে বৈদ্যুতিক লাইন উপরে চলে আসা গাছ পালা কর্তন করার কথা জানালে গ্রামের আব্দুল হামিদ ও সৈয়দ রুনু মিয়ার দুলাল ও তার ভাইদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন বলেন, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ নিয়ে আসেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।