৮ মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস

37

স্টাফ রিপোর্টার :
সিলেট আদালতের মালখানায় রক্ষিত ৮টি মামলায় জব্দকৃত মাদকদ্রব্য গত বুধবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকীর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ৩৬ লিটার চোলাই মদ, ১৮ কেজি ৬৩৬ গ্রাম গাঁজা, ১১ বোতল ভারতীয় মদ ও ৮ বোতল জেনোসিডিল। মামলার এসব আলামতগুলো ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।
মহানগর পুলিশের উপ কমিশনার (প্রশাসন ও অপারেশন) মুহাম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধ্বংসকৃত আলামতের বিপরীতে ৮টি মামলা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। জব্দকৃত আলামতের নমুনা সংরক্ষণ করে বাকি আলামত ধ্বংসের আদেশ পাওয়ার পর তা কার্যকর করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী,পুলিশ পরিদর্শক আবুল হাশেম, আদালত মালখানায় কর্মরত কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।