সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট দুর্ভোগে মানুষ

50

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ফলে দুর্ভোগে পড়েছে মানুষ। শনিবার সকাল থেকে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কসহ সকল আভ্যন্তরিণ সড়কে গণপরিবহন বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শ্রমিক নেতারা জানিয়েছেন আজ সারাদিন পরিবহন ধর্মঘট চলবে। সন্ধ্যায় কেন্দ্রীয় নির্দেশনা আসলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
শুক্রবার আঞ্চলিক মহাসড়কে গণপরিবহন ধর্মঘট থাকলেও বাস শ্রমিকরা সিএনজি লেগুনা সহ আভ্যন্তরিণ সড়কের সকল পরিবহন বন্ধ করে দেন। শনিবার সকাল থেকে সুনামগঞ্জে সকল পরিবহন বন্ধ রয়েছে। যাত্রীরা স্টেশনগুলোতে ভির করছেন। জেলা থেকে উপজেলা সদরের সকল সড়কে যানচলাচল বন্ধ থাকায় জরুরী কাজ করতে পারছেন না সাধারণ মানুষ। স্ট্যান্ডগুলোতে জড়ো করে রাখা হয়েছে সকল ধরনের পরিবহনগুলো।
সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেতু মিয়া জানান, আমরা সকাল থেকে সব গণপরিবহন বন্ধ রেখেছি। বাস মিনিবাস লেগুনা সিএনজিসহ সব যান বন্ধ রয়েছে। চালক ও পরিবহনের নিরাপত্তার কারণে ধর্মঘট করছি আমরা। নিরাপত্তার ব্যবস্থা না হলে আমরা চালাবনা। কেন্দ্র থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।
অপর দিকে নিরাপদ সড়কের দাবিতে সুনামগঞ্জ শহরের সবগুলো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্ররা।