ভোট ডাকাতির নির্বাচন ও সংসদ বাতিল করুন – বাম গণতান্ত্রিক জোট

18
ভোট ডাকাতির নির্বাচন ও সংসদ বাতিল করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের মাধ্যমে দ্রুত নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে কালো পতাকা মিছিল।

ভোট ডাকাতির নির্বাচন ও সংসদ বাতিল করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের মাধ্যমে দ্রুত নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিটি পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা সুমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে বাম গণতান্ত্রিক জোট এর সংসদ সদস্য পদপ্রার্থী সিপিবি নেতা নিরঞ্জন দাশ খোকন, সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল।
এসময় উপস্থিত ছিলেন সিপিবি জেলা নেতা খায়রুল হাসান, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ, প্রমুখ। বিজ্ঞপ্তি