সিলেট জেলা বিএনপির সহযোগিতায় এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে নির্বাচনে নারী নেতৃবৃন্দের ভূমিকা ও করণীয় নির্ধারণ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর ফরচুন গার্ডেন হোটেলের কনফারেন্স হলে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেন, রাজনীতিতে নারীর নেতৃত্ব ও যোগ্যতার ভিত্তিতে নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি নির্বাচন ও সংসদে নারী সদস্য সমতায়ন এবং গণপ্রতিনিধিত্ব আইন ২০০৯ অনুসারে রাজনৈতিক দল সমূহের সকল কমিটিতে ২০২০ সালের মধ্যে শতকরা ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্তির দাবী জানান। আবুল কাহের শামীম নারীর জয়ে সবার জয় এই শ্লোগানকে সামনে রেখে সবাইকে এগিয়ে যাওয়ার আহবান জানান।
সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের তত্ত্বাবধানে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওন্যাল কোর্ডিনেটর সুদীপ্ত চৌধুরী।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম ও শামীম আহমদ, সিলেট জেলা মহিলা দলের সভাপতি পাপিয়া চৌধুরী, জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কাউন্সিলর সালেহা কবির শেফী, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, সহ-দপ্তর সম্পাদক এম.এ মালেক, সহ প্রচার সম্পাদক মোঃ বুরহান উদ্দিন, সহ আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ, সহ শিশু বিষয়ক সম্পদক দিলোয়ার হোসেন জয়, সহ তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, জেলা ছাত্রদল নেতা হানুর ইসলাম ইমন, জাসাস নেত্রী ফাহিমা আহাদ কুমকুম, মনিজা বেগম, মোছাঃ মুসলিমা আক্তার চৌধুরী, ফেরদৌসী বেগম ইকবাল, মোঃ শাহিদুল হক সোহেল, মালেকা বেগম, শিপা আক্তার, রুমা বেগম, তাহমিনা বখত জুই, রুমি বেগম, আমিনুল ইসলাম, বেগম স্বপ্না শাহীন, আমেনা বেগম রুমী, মোঃ আলী আকবর, মিলি বেগম, আম্বিয়া বেগম, রোজি মতিন, মোছাঃ নাজমা বেগম, রেজিয়া খাতুন, রুমা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি