মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারে পূর্ব শত্র“তার জের ধরে জমশেদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার (৩ আগষ্ট) ভোরে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (২ আগস্ট) রাত ১০টার দিকে শহরতলীর রঘুনন্দনপুর এলাকায় হামলার শিকার হন তিনি। নিহত জমশেদ মিয়া রঘুনন্দনপুর এলাকার মৃত মালা মিয়া ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে জমশেদ ও তার বড় ভাই আব্দুল খালিক মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে ২০১২ সালে আব্দুল খালিক খুন হন। সেই হত্যা মামলার আসামি ছিলেন জমসেদ। বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে প্রতিপক্ষের লোকজন জমশেদকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যান। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহম্মদ জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হচ্ছে। এছাড়া জড়িতদের আটক করতে মাঠে নেমেছে পুলিশ।