যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট সিটি কর্পোরেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর ২০২২ খ্রি.) দিবস উদযাপন উপলক্ষে নগর ভবনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয় শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর আজম খান, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা এ্যাডভোকেট, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান ও সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীগণ। বিজ্ঞপ্তি