বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (NDF)এর বিক্ষোভ মিছিল সমাবেশ

7

অযৌক্তিক ভাবে বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (ঘউঋ) সিলেট জেলা শাখার উদ্যোগে গত ১ মার্চ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সংগঠনের জেলাস্থ কার্যালয় সুরমা মার্কেট হতে শুরু করে নগরীর বন্দর বাজার, জিন্দাবাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করে। উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা চতুর্থ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মামুন আহমদ খান। জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলমের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার সহ সভাপতি অধ্যাপক আবুল ফজল, দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয় সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, জাতীয় ছাত্র দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দ্বীনবন্ধু সৌরভ, জেলা যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, প্রেস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা সভাপতি এ কে আজাদ সরকার, জাতীয় ছাত্রদল সিলেট পূর্বাঞ্চল শাখার আহবায়ক এম এ সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন নেতা সাজু মিয়া, চা শ্রমিক নেতা ইমন মিয়া প্রমুখ।
বক্তরা তাদের বক্তব্যে বলেন- সরকার সাম্রাজ্যবাদ, বিশ্ব ব্যাংক আই এম এফ এর পরিকল্পনায় জনগনের চাওয়াকে পাস কাটিয়ে বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধি করে চলছে। এই বাড়তি দামের বোঝা বহন করতে হবে সাধারণ জনগনের। বিদ্যুৎ এর সাথে জড়িত কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা- বাণিজ্য সহ সকল উৎপাদন ও বিপনন ব্যবস্থার খরচ বাড়বে। আর এর ভুক্তভোগী হতে হবে সাধারণ কৃষক শ্রমিক শ্রমজীবী সহ আপামর জনসাধারণ। তাদের জীবন যাত্রার ব্যয়-ভার বাড়বে। তাই অনতি বিলম্বে এই গণ বিরোধী বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি