দুর্নীতিমুক্ত মডেল নগরী গড়তে হরিণ মার্কায় ভোট দিন – তাহের

75

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গণসংযোগ শেষে পথ সভা করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ এহছানুল হক তাহের। ২৮ জুলাই হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে জোহরের নামাজ আদায় শেষে দরগাহ মহল্লায় গণসংযোগকালে এক পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে আমি সিলেট সিটিকে দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলব। যেখানে সব নাগরিক সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন। দুর্নীতিমুক্ত মডেল নগর হিসেবে সিলেট গড়ে তুলতে ভোটারদের সমর্থন চান তিনি। তিনি মনে করেন, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়তে একবারই মেয়র নির্বাচিত হলেই যথেষ্ট, এর জন্য বার বার মেয়র হওয়ার প্রয়োজন নেই। পরিশেষে তিনি আগামী ৩০ জুলাই নির্বাচনে হরিণ মার্কায় ভোট প্রার্থনা করেন।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিনের সভাপতিত্বে ও আলহাজ্ব মুখতার আহমেদ তালুকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন, দীপক মোদক বিলু, হুমায়ুন রশীদ চৌধুরী, মোঃ মিজানুর রহমান রুমন, মোঃ বদরুল ইসলাম, মোঃ আব্দুল মুকিত, সৈয়দ রাজন আহমদ, মিলাদ আহমদ, মাহফুজ আল গালিব, আকবর হোসেন শাকিল, রাব্বী, কালাম আহমদ, হাবিব আহমদ, ফাহিম, আশিক আহমদ, হৃদয় আহমদ, মোঃ সাজ্জাদ খান, আলমগীর হোসেন রিয়াদ, পিযুষ মোদক, অসিত বর্ধন, সুমন পাল, মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ ইমন আহমদ, এবাদুল্লাহ, মোঃ আনোয়ার হোসেন, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, ক্বারী মোঃ বিলাল আহমদ, মোস্তাক আহমদ রুকন, মোঃ সাজু আহমদ, মোঃ আলী, মিনহাজ আহমদ মিনহাজ, লায়েক আহমদ, মোঃ আকবর হোসেন শাকিল, মোঃ নজরুল ইসলাম রাব্বী, মোঃ সাকিব মিয়া, নুর মোহাম্মদ সাজু, হাবিব খান, শুভ আহমদ, সালাহ উদ্দিন আহমদ, অনিক দেব, মোঃ নুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি