যেখানে কোহলির পরই রয়েছেন বাটলার

1

স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরটা স্বপ্নের মতো কাটছে রাজস্থান রয়্যালসের ইংলিশ উইকেটকিপার ব্যাটার জস বাটলারের। ইতিমধ্যেই ব্যাট হাতে তুলে নিয়েছেন তৃতীয় সেঞ্চুরি। তাতেই কোহলির রেকর্ডের কাছাকাছি চলে গিয়েছেন তিনি। আইপিএলের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় কোহলির পরই অবস্থান করছেন বাটলার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার রাতের ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত সূচনা পায় রাজস্থান রয়্যালস। মাত্র ৯১ বলে প্রথম দুই ব্যাটার মিলে তুলে ১৫১ রান। ৩৫ বলে ৫৪ রানে দেবদূত পাড্ডিকাল আউট হলেও আপনতালে খেলতে থাকেন বাটলার।
এবারের আসরে তুলে নেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হাঁকিয়েছেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। এর আগে ধাওয়ান ২০২০ সালে হাঁকিয়েছিলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। এদিন শেষ পর্যন্ত ৬৫ বলে ৯টি চার ও ৯ ছক্কায় ১১৬ রান করে বাটলার আউট হন মোস্তাফিজুর রহমানের বলে।
এদিকে এটি চলতি মৌসুমে বাটলারের তৃতীয় সেঞ্চুরি। ফলে এক মৌসুমে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় গেইল-ধাওয়ানদের ছাড়িয়ে দ্বিতীয় স্থানটি দখলে নিয়েছেন এই ইংলিশ ব্যাটার। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০০ রান এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছিলেন ১০৩ রান করেছিলেন বাটলার।
স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরটা স্বপ্নের মতো কাটছে রাজস্থান রয়্যালসের ইংলিশ উইকেটকিপার ব্যাটার জস বাটলারের। ইতিমধ্যেই ব্যাট হাতে তুলে নিয়েছেন তৃতীয় সেঞ্চুরি। তাতেই কোহলির রেকর্ডের কাছাকাছি চলে গিয়েছেন তিনি। আইপিএলের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় কোহলির পরই অবস্থান করছেন বাটলার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার রাতের ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত সূচনা পায় রাজস্থান রয়্যালস। মাত্র ৯১ বলে প্রথম দুই ব্যাটার মিলে তুলে ১৫১ রান। ৩৫ বলে ৫৪ রানে দেবদূত পাড্ডিকাল আউট হলেও আপনতালে খেলতে থাকেন বাটলার।
এবারের আসরে তুলে নেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হাঁকিয়েছেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। এর আগে ধাওয়ান ২০২০ সালে হাঁকিয়েছিলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। এদিন শেষ পর্যন্ত ৬৫ বলে ৯টি চার ও ৯ ছক্কায় ১১৬ রান করে বাটলার আউট হন মোস্তাফিজুর রহমানের বলে।
এদিকে এটি চলতি মৌসুমে বাটলারের তৃতীয় সেঞ্চুরি। ফলে এক মৌসুমে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় গেইল-ধাওয়ানদের ছাড়িয়ে দ্বিতীয় স্থানটি দখলে নিয়েছেন এই ইংলিশ ব্যাটার। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০০ রান এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছিলেন ১০৩ রান করেছিলেন বাটলার।