সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সন্ত্রাসী কর্মকা- চালিয়ে, অস্ত্র ও গলাবাজি করে কেউ নৌকার বিজয় ঠেকাতে পারবে না। সন্ত্রাসের পৃষ্ঠপোষকতাকারী ও আশ্রয়দাতাদেরকে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবেন পুণ্যভূমি সিলেটের মানুষ।
মঙ্গলবার সিলেট নগরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও জনসভায় বদর উদ্দিন আহমদ কামরান এ কথা বলেন।
কামরান বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য কোনো কোনো প্রার্থীর পক্ষে বাইরে থেকে অস্ত্রবাজ-সন্ত্রাসী এনে সিলেট নগরীতে জড়ো করা হচ্ছে। পুলিশ এদেরকে আটক করলে বিএনপি প্রার্থী চিহ্নিত এসব অপরাধীর পক্ষে প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। ওই প্রার্থীর কর্মী-সমর্থকরা গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নৌকার নির্বাচনী কার্যালয়। নগরীর বিভিন্ন স্থানে গভীর রাতে নৌকার পোস্টার খুলে সেখানে ধানের শীষের পোস্টার সাঁটাচ্ছে -যা সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকা-কে উৎসাহিত করছে। এসব অন্যায় অবিচারের বিরুদ্ধে শান্তি, উন্নয়ন ও অগ্রযাত্রার পক্ষে আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে নৌকার বিজয় ত্বরান্বিত করার জন্য কামরান সকলের প্রতি অনুরোধ জানান। বিজ্ঞপ্তি