স্টাফ রিপোর্টার :
জৈন্তাপুর চিকনাগুল থেকে পাতার বিড়িসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার বিকেলে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম- আবুল বশর (২২)। সে সুনামগঞ্জের ছাতক থানার তকিপুর গ্রামের উমর আলীর পুত্র।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) জোনের অফিসার ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই/ তরুন মজুমদার, এএসআই/কবির হোসেন, এএসআই জামাল মিয়া ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকেলে সাড়ে ৪ টার দিকে জৈন্তাপুর থানার ৬নং চিকনাগুল ইউনিয়নের অর্ন্তগত চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-তামাবিল মহাসড়কের উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধৃত আসামী আবুল বশরসহ তার হেফাজত হতে ৪০ হাজার শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ১৪নং শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে এসআই মোঃ মিজানুর রহমান এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে জৈন্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২ (০১-১০-১৭) নং মামলা রুজু করা হয়।