শহরতলী থেকে কুখ্যাত ২ ছিনতাইকারী গ্রেফতার

47

স্টাফ রিপোর্টার :
শহরতলী থেকে কুখ্যাত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার শাহপরান থানার বাহুবল আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাঁও গ্রামের মতিউর রহমানের পুত্র বর্তমানে কাদিমপাড়া ৫নং রোডের রঞ্জু মিয়ার বাসার বাসিন্দা মো: জনি আলম (২৬) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মনতলা (কাশেমনগর) গ্রামের মৃত মো: রফিক মিয়ার পুত্র বর্তমানে শাহপরান মাজার এলাকার বাসিন্দা মো: ফয়ছল (১৯)।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যার দিকে শাহপরান থানার বটেশ্বর গইলাপাড়ার বাসিন্দা মোঃ আজিদ মিয়া (৩৫) শাহপরাণ (রহঃ) মাজার গেইট বাজার হতে বাহুবল আবাসিক এলাকায় যাওয়ার পথে ১নং রোডের বড় কুটির বাসার সামনে পৌঁছা মাত্রই আসামীগণ বাদীর গতিরোধ করে। এ সময় চাকু ধরে তার নগদ ৬ হাজার ২ শ’ টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। তখন মো: আজিদ মিয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া করে ছিনতাইকারী মো: জনি আলম ও মো: ফয়ছলকে আটক গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলেও তাদের সহযোগী অপর ছিনতাইকারী রাহেল আহমদ (২৮) পালিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইর শিকার মো: আজিদ মিয়া বাদি হয়ে তাদের বিরুদ্ধেশাহপরাণ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। নং-১২ (১৮-০৭-১৮)। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।