আবু আফজাল মোহাঃ সালেহ
বর্ষাকালে বৃষ্টি পড়ে
বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে
সকাল-বিকাল বৃষ্টি পড়ে
বৃষ্টি পড়ে পাতা নড়ে।
দমকা ঝড়ে বৃষ্টি পড়ে
বৃষ্টি পড়ে আমন মাঠে
বৃষ্টি পড়ে দৃষ্টি কাড়ে
পাড়া-গাঁয়ে পুকুর-ঘাটে।
বৃষ্টি পড়ে ঝিরঝিরিয়ে
টিনের চালে কলকলিয়ে
ছাদের ঘরে বৃষ্টি পড়ে
সকাল-বিকাল ঝুমঝুমিয়ে।