সঠিক পথে চলো

26

মাযহারুল ইসলাম অনিক

কখন থেকে ডাকছি তোমায়
ছিলে কোথায় এই?
পুকুর ধারে গিয়ে দেখি
ছাগল জোড়া নেই।

আমরা যে চোর চুরি করে
ভরাই নিজের পেট,
হুটহাট করে বাড়ছে দেখো
সব খাবারের রেট।

ওই তো সেদিন আসার সময়
দেখি কতো কিছু,
শরীর মাঝে তেল জড়িয়ে
নিলাম তাদের পিছু।

অনেক খেটে গর্ত খুঁড়ে
যেই না দিলাম হাত,
সূর্য আলো ফুটে গিয়ে
ডুবলো কালো রাত।

ভিড়ের মাঝে পকেট কাঁটা
এখন বড়ো দায়,
আমরা চোরা খিদের চোটে
করবো কি যে হায়?

ওই তো সেদিন গাভীরছানা
যেই না নিলাম কোলে,
বড়ো বড়ো ডাক দিয়ে ভাই
সব দিয়েছে বলে।

এদিকওদিক যে দিকে যায়
হয় না যে আর কিছু,
খিদের চোটে গাছ তলাতে
নিচ্ছি ছায়ার পিছু।

সজাগ মানুষ সজাগ পশু
কীযে করি বলো?
চোর চামারি ছাড়ান দিয়ে
সঠিক পথে চলো।