বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- যে কোন গণতান্ত্রিক দেশের প্রধান চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল সমুহ। রাজনৈতিক দলের প্রশিক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে গণতন্ত্রকে বিকশিত ও সুসংহত করা সম্ভব। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি জন্মলগ্ন থেকে গণতন্ত্রের চর্চা করে যাচ্ছে। ক্ষমতার লোভে শাসকগোষ্ঠী গণতন্ত্রকে সংকুচিত করে ফেলেছে। এথেকে জাতিকে মুক্তি দিতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। জাতীয়তাবাদী শক্তি সব সময়ই শান্তি ও সুশাসনের পক্ষে কাজ করে আসছে। শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে বিকশিত করতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রশিক্ষণের উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে। এথেকে দেশ-জাতি ও রাজনীতি অনেক বেশী উপকৃত হবে।
তিনি মঙ্গলবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত সিলেট জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার সুদীপ্ত চৌধুরী।
সম্মেলনে সিলেট জেলা, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীগণ নির্বাচন, অভ্যন্তরীণ গণতন্ত্র, যোগ্য জনপ্রতিনিধি মনোনয়ন, প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী ও শান্তির জন্য বিজয় এই পাঁচটি বিষয়ে আলোচনা করে তাদের সুচিন্তিত পরামর্শ প্রদান করেন। নেতাকর্মীরা সিলেটের সংসদীয় আসনের আলোকে বিভক্ত হয়ে তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের তাদের পরামর্শ গ্রহণ করেন এবং তা পর্যালোচনা করে সিলেট ও কেন্দ্রীয় বিএনপির কাছে প্রেরণের প্রতিশ্র“তি প্রদান করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আসুক, মইনুল হক চৌধুরী, কামরুল হুদা জায়গীরদার, মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, আশিক উদ্দিন চৌধুরী, জালাল উদ্দিন চেয়ারম্যান, আজির উদ্দিন চেয়ারম্যান, উসমান গনি, নজমুল হোসেন পুতুল, সুফিয়ানুল করিম চৌধুরী, এনায়েত উল্লাহ চেয়ারম্যান, নুর মিয়া, ফখরুল ইসলাম ফারুক, উপদেষ্টা ফালাকুজ্জামান জগলু, শহীদ আহমদ চেয়ারম্যান, ইলিয়াছ আলী মেম্বার, প্রভাষক ফরিদ আহমদ, হেলাল আহমদ, বদরুল হক বাদল, আব্দুল কাইয়ুম মাষ্টার, এম সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, প্রশিক্ষণ সম্পাদক শফিকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান, অর্থনৈতিক সম্পাদক মশিকুর রহমান মহি, ধর্ম সম্পাদক আল মামুন খান, প্রবাসী কল্যাণ সম্পাদক আবু নাসের পিন্টু, পরিবার পরিকল্পনা সম্পাদক আব্দুল হাফিজ, পরিবেশ সম্পাদক তসলিম আহমদ নেহার, ক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুস শাকুর, সমবায় সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, স্থানীয় সরকার সম্পাদক শাহ আলম স্বপন, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক তাজ মোঃ ফখর উদ্দিন, মৎস্য সম্পাদক আলী আকবর প্রমুখ।
অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেটের ডেপুটি রিজিওনাল ম্যানেজার মোছাম্মদ রাহিমা বেগম। বিজ্ঞপ্তি