শব্দযুগল

90

আবু আফজাল মোহা. সালেহ

কিছু অভিমান, কিছু কষ্ট
দ্বিধা-দ্বন্দ কিংবা ভ্রষ্টতা
থেকেই যাবে- থেকেই যায়!
স্বপ্ন দেখি- স্বপ্ন দেখায় বলে।
আবার ভুলে যায়-
ফিরে আসে কিছু অভিমান,
কিছু কষ্ট
এরা ভেংচি কাটে দুঃসময়ে, বড়ই নির্দয়ভাবে;
সুসময়ে নাকি আমরা ভেংচি দিয়েছিলাম-
বাজিয়েছিলাম বগল!

শোধ-প্রতিশোধের জ্বলন্ত উনুনে
খেলা করে ফেরতগুলি সব-
আমরা নাকি দেখতে পাই না এই নির্মম খেলা।
শোধ-প্রতিশোধ নাকি দুর্নিবার শব্দযুগল।