ছাদিকুর রহমান
মধ্যবিত্তের দিন কাটে মৌনতা আর দৈন্যতায়
বড়লোকরা ঐ আকাশে প্রতিক্ষণে ডানা উড়ায়
মধ্যবিত্তের রাত কাটে অতৃপ্ত বাসনায়
বড়লোকরা ডুবে থাকে রঙ্গ আর তামাশায়
নুন আনতে পানতা ফুরায় মধ্যবিত্তের ঘরে
বড়লোকদের খানা খায় কুকুর বিড়ালে
বড়লোকের ভালবাসা বদলে জামার মত
মধ্যবিত্তের ভালবাসায় অপবাদ শত
মধ্যবিত্তের কষ্টের কথা শুনতে চায় না কেউ
বড়লোকের ঘরে বহে শান্তি সুখের ঢেউ।