জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সংঘর্ষে সড়ক নির্মাণ কাজের শ্রমিকসহ ১২ জন আহত হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সড়কে কাজ চালু রাখতে পুলিশের চাপ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছে।
জানা গেছে, সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স লিমিটেড। গত প্রায় এক মাস ধরে জগন্নাথপুর পৌর শহরে আরসিসি কাজ চলছে।
এর মধ্যে ৭ জুন বৃহস্পতিবার রাত ১২ টার দিকে স্থানীয় পৌর পয়েন্টে কাজ চলাকালীন অবস্থায় দুই শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের সংঘর্ষ থামাতে এগিয়ে যান জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া। এক পর্যায়ে শ্রমিকদের সাথে বাজার সেক্রেটারির মধ্যে সংঘর্ষ হয়। এতে বাজার সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, কাজের শ্রমিক সর্দার খালেক মিয়া, শ্রমিক আলামিন, হাবিব মিয়া, রাজু মিয়া, মোতাহার মিয়া, মামুন মিয়া, হাফিজুর রহমান, এমদাদুল হক, শামীম মিয়াসহ ১২ জন আহত হন। এর মধ্যে আহত খালেক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তবে ৯ জুন শনিবার জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়ার মধ্যস্থতায় বিষয়টি আপোষে নিষ্পত্তি হওয়ায় সড়কে আবারো কাজ শুরু হয়েছে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স লিমিটেড এর ম্যানেজার জামাল উদ্দিন জানান।