ক্রাইস্টচার্চে টসে চোখ রাসেল ডোমিঙ্গোর

4

স্পোর্টস ডেস্ক :
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্ট জিতে এগিয়ে রয়েছে সফররত বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে রবিবার ভোররাতে জয় পিপাসু নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মুমিনুল হক বাহিনী। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিতব্য এই ম্যাচের টসে চোখ টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোর। টস জিতলেই সিরিজ জয়ের ক্ষেত্রে দল অনেকটা এগিয়ে যাবে বলে মনে করছেন তিনি।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মানেই সবুজাভ উইকেট। পেসারদের অনুকূলে এখানকার উইকেট। এমন উইকেট ব্যাটসম্যানদের জন্য কঠিনই বটে। রান তুলতে তাদের বেশ সংগ্রাম করতে হয়। এজন্য টেস্টে টস হয়ে উঠে অতি গুরুত্বপূর্ণ। প্রথম দিনই যদি ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া যায় তাহলে বেশ ভালো। তাই টস জিতে ফিল্ডিং নিতে পারলে এবং বোলাররা শুরুর সুবিধা কাজে লাগাতে পারলে এগিয়ে যাবে বাংলাদেশ।
এ বিষয়ে মুমিনুলদের কোচ রাসেল ডোমিঙ্গো কোনো ধোয়াশা না রেখে সরাসরিই বলেন, ‘টস অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। এখানে প্রথম ইনিংসে গড়ে ২৬০-২৭০ রান হয়। নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড টস জিতলে বোলিং করতে চাইবে, আমরাও চাইব।’
এদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথামের মুখেই শোনা যাচ্ছে একই কথা। তিনি বলেন, ‘আমরা দেখেছি, যারা এখানে টস জিতে তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি মনে করি না যে টস জিতলেই ম্যাচ জয় হয়ে যায়। আমরা এখানে আগে ব্যাট করে বড় স্কোর গড়েও ম্যাচ জিতেছি। আমরা যদি সেটার পুনরাবৃতি করতে পারি তাহলে ম্যাচের শেষ দিকে হয়ত আমাদের দিকে ফলাফল আসতেও পারে।’
শেষ ম্যাচে লড়াই সহজ হবে না বলে মনে করছেন ডোমিঙ্গো। বর্তমানের টেস্ট চ্যাম্পিয়নশিপের তকমা অর্জন করা দলটি শেষ ম্যাচে উড়িয়ে দিতে চাইবে বাংলাদেশকে, এটাও মানছেন বাংলাদেশের হেড কোচ।
ডমিঙ্গো বলেন, ‘নিউজিল্যান্ড মানসম্পন্ন দল, তারা এই পরাজয়ে কষ্ট পাবে। তবে দ্বিতীয় ম্যাচের আগে একটু চাপে থাকবে। এক-দুটি পরিবর্তন নিয়ে হয়ত মাঠে নামবে। জয় নিয়ে সিরিজ ড্র করতে চাইবে। ঘরের মাঠ বলে একটু চাপেও থাকবে।’