দলীয় মনোনয়ন পেলে আগামী নির্বাচন করবো – অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

96

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, নৌকায় ভোট দিলে গ্রামের অবহেলিত মানুষের উন্নয়ন হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা ও রাস্তা ঘাটের উন্নয়ন হয়। নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আজ এতো উন্নয়ন হচ্ছে বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চলে। তিনি বলেন, আমাদের দলের সভানেত্রী, সফল প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা যদি আগামী নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করবো। তিনি বলেন, আমরা বিগত ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ন করেছি। তাই আওয়ামী লীগ সরকারকে দেশের ও জনগণের কল্যাণে ঠিকিয়ে রাখতে হবে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি ঘরে-ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এখন সমগ্র দেশ বিদ্যুতের আলোই ঝলমল করছে। তিনি বলেন, আমরা আর উন্নয়ন করতে চাই। বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিনত করতে চাই আমরা।
শনিবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পঞ্চগ্রাম জাহানপুর মাদ্রাসা মাঠে ইউনিয়নের পুরান জাহানপুর, শ্রীনাথপুর, আসামমুড়া, নতুন জাহানপুর সহ ৬ গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় পঞ্চগ্রাম জাহানপুর মাদ্রাসার মুহতামিম মাও. ছালিম উল্লাহ’র সভাপতিত্বে, পাথারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ নেতা রওশন আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলি, সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, সাধারণ স¤পাদক আতাউর রহমান, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক আমিনুর রশিদ আমিন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক ফরিদুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য জাহাঙ্গীর আলম, মাসুক মিয়া, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়জুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল ফয়েজ, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম-সাধারণ স¤পাদক অ্যাড. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক নুর আলম, ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমদ সহ প্রমুখ।
এদিকে দুপুর ১টায় পাথারিয়া ইউনিয়নের নগর গ্রামের মন্দিরে নগর গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধন করে প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
অপরদিকে সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একমাস ব্যাপী ক¤িপউটার প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।