গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ের আকর্ষণীয় স্থান সমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিকেলে পর্যটন কেন্দ্র জাফলং ভিউ রেষ্টুরেন্টে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ^জিত কুমার পাল’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল, ওসি (তদন্ত) হিল্লোল রায়, ট্যুরিষ্ট পুলিশের ওসি দেবাংশু কুমার দে, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার মো. জয়নাল আবেদিন সরকার, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, সাংবাদিক মিনহাজ মির্জা, শাহ আলম, সীমান্ত যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান, প্রজন্ম জাফলংয়ের সহ সভাপতি রুবেল আহমেদ, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদ, জাফলং-বল্লাঘাট পাথর শ্রমিক সমিতির সভাপতি আব্দুস শহিদ, জাফলং পর্যটনকেন্দ্র ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মহরম আলী, জাফলং টুরিষ্ট গাইড এন্ড ফটোগ্রাফার সমিতির সভাপতি সাজু মিয়া, জাফলং টুরিষ্ট গাইড এন্ড হ্যান্ডবোট যুব সংঘের সভাপতি আয়নাল হক, নৌকা চালক সমিতির কুটি মিয়া প্রমুখ।