পবিত্র রমজান মাস মুসলমানদের তাকওয়া অর্জনের মাস —– মুফতি আবুল কালাম জাকারিয়া

66

জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.)’র মুহতামিম মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া বলেছেন, পবিত্র মাহে রমজান মাস মুসলমানদের তাকওয়া অর্জনের মাস। এই মাসেই মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে। মহাগ্রন্থ আল কোরআনকে অনুসরণ করে মহানবী (সা.)’র আদর্শ বাস্তবায়নে সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি আল্লাহর নৈকট্য লাভে বান্দাকে প্রতিনিয়ত নামাজ, রোজা, হজ্ব পালন সহ প্রতিটি ধর্মীয় বিধি-নিষেধ সুচারুরূপে মেনে চলার আহবান জানান।
তিনি গতকাল ২ জুন শনিবার বিকেলে দরগাহ মহল্লা এলাকায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মোঃ আজিজুল করিম এর উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি বিশিষ্ট চিকিৎসক এম.এ সালাম এর সভাপতিত্বে ও সমাজকর্মী রিপন আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক কাউন্সিলর আজিজুল হক মানিক, এপিপি এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, আব্দুর রহমান দুদ, মাহমুদুল হক মাছুম, ড. এনামুল হক চৌধুরী, প্রফেসর সাইফুল কবীর চৌধুরী, মুফতি আব্দুল খাবির, জুনেদ আহমদ, মুছাদ্দিকুন নবী, এ.এম জায়গীরদার বাবলা, ইজাজুল মালিক চৌধুরী, মোঃ কাছিম আলী, জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন নিয়াজ মোঃ আজিজুল করিম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইমরান আহমদ চৌধুরী এবাদ, আব্দুস সামাদ রনি, মোজাম্মেল হোসাইন, রাসেল আহমদ, ফয়জুল ইসলাম রেদওয়ান, মাহবুবুর রহমান ফাহিম, সারওয়ার আহমদ, আল আমিন কবির সোহাগ, মাছুম আহমদ, মহিউস সুন্নাহ নাদেল, নুরুল ইসলাম মাহির, মোঃ আইয়ুব আলী প্রমুখ। বিজ্ঞপ্তি