ছাতকে জুয়াড়িদের হামলায় ৬ জন আহত

24

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে জুয়াড়িদের অতর্কিত হামলায় প্রতিবাদকারী পঞ্চায়েতের ৬ ব্যক্তি আহতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শরিষপুর গ্রাম সংলগ্ন আমির কমিউনিটি সেন্টারের পার্শ্ববতী নির্মাণাধীন ভবনে বুধবার রাত ১১টায় ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত সুফিনগর দাখিল মাদরাসার শিক্ষক ও শরিষপুর গ্রামের বাসিন্দা মাওলানা নজরুল হক, আজিম উদ্দিন, রাহিম উদ্দিন কলিম, নুর আলী ও ইসলাম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শরিষপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষে মুরব্বি গৌছ আলী বাদি হয়ে ১৩জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে আমির কমিউনিটি সেন্টারের পার্শ্বে একটি নির্মাণাধীন ভবনে অসামাজিক কার্যকলাপসহ মদ, গাঁজা ও জুয়ার আসর বসে। এটির নেতৃত্ব দেন একই গ্রামের মৃত মজম্মিল আলীর পুত্র নিজাম উদ্দিন। পবিত্র রামদ্বানুল মোবারক মাসেও তাদের এসব আচরনে অতিষ্ঠ হয়ে পড়েন এলাকার মুসল্লিসহ সাধারণ মানুষ। অবশেষে বুধবার সকালে তাদেরকে জুয়াসহ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধ করা করার জন্য তাদেরকে বলা হয়। এত ক্ষিপ্ত হয়ে উটে নিজামসহ গংরা। এদিকে পঞ্চায়েত পক্ষের নিষেধ অমান্য করে জুয়াড়িরা বুধবার রাতে ফের আসর বসায়। এ সময় পঞ্চায়েতের মুসল্লিরা বাধা দিতে গেলে পূর্ব থেকে ঔৎ পেতে থাকা অস্ত্রধারীদের অতর্কিত হামলায় শিশুসহ ৬ ব্যক্তি আহত হন। গুরুতর আহতদের তাৎক্ষনিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার বিকেলে গ্রামের মৃত তাহির আলীর পুত্র গৌছ আলী বাদি হয়ে নিজাম উদ্দিন, জুয়েল আহমদ, আকিক মিয়া, জহুর উদ্দিন, নেছার মিয়া, আল আমিন, শামীম মিয়া, কবির মিয়া, লিটন মিয়া, শাহ আলম, রাতিন মিয়া, রাহেল মিয়া ও আহাদ নুরকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।