ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

26

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের নোয়ারাই এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত আশরাফ চৌধুরী মাছুমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ইমাম সংক্রান্ত বিষয় নিয়ে পশ্চিম নোয়ারাই গ্রামের জামাল চৌধুরী পক্ষ ও মঈন উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে গত কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার রাতে পূর্ব শত্র“তার জের ধরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আশরাফ চৌধুরী মাছুমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গ মধ্যস্থতা করে সালিশে নিষ্পত্তির উদ্যোগ নেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে উভয় পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ ব্যাপক ইসপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে ছাতক থানার ওসি আতিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে। সংঘর্ষে গুরুতর আহত মিজু চৌধুরী (৪০) ও সাজেদ চৌধুরী (২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কামাল মিয়া (৪৬), বাদশা মিয়া (২৩), আলী শাহ (১৯), ইমন (১৭), সায়েক মিয়া (২৩), নিজাম উদ্দি (২৭), মঞ্জু (২৩), সুহেল (২১), বিরহাম উদ্দিন (৩৫), বাদশা কারা (২৭), সমর চৌধুরী (১৬), আব্দুল আহাদ চৌধুরী (২৫), দোলায়ার হোসেন চৌধুরী (২৭), জামিল মিয় (৩০), ইমরান লাল (১৮), রফিক (২২), আমির হোসেন (২৬), আফজল (২৫), রুবেল মিয়া (২৩), ইসলাম উদ্দিন (২২), আনোয়ার হোসেন (২৫), অনিক (১৫), সায়েম আহমদ (১৮)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।