ও হে দয়াল

35

তোফায়েল আহমেদ টুটুল

ও হে মহান দয়াল ফরিয়াদী কাঙ্গাল,
করুণার আরাধনা তাইতো চিরকাল,
ডাকিলে ভবে মাতাল সাক্ষী মহাকাল,
অনন্ত অসীম তুমি ছড়ানো মায়াজাল।

রহিম রহমান নাম যার দয়ার কান্ডার,
কিঞ্চিত রহমত বরকত বঞ্চিত আবার,
বারে ইলাহী মাওলার মিছে সান্ত্বনার,
চরণ সেবার উপহার শূন্য হস্ত আমার।

কুদরতের নেই সীমানা প্রভু একজনা,
ক্ষমাতে অপরাধীর গুনা সাঁই রাব্বানা,
অন্তরে অস্তিত্ব খুঁজি প্রার্থণার উপাসনা,
বড় নির্মম নিষ্ঠুর কভু ডাক শুনলে না।

না জানিয়া না শুনিয়া নিত্য ডাকাডাকি,
নিরাকারে থেকে তুমি খেলছো লুকালুকি,
রূপের নেশায় ডুবে বেহুশ হয়ে পড়ে থাকি,
কারে দিলে দেখা দয়াল কারে দিলে ফাঁকি?