শাহিন আলম সরকার
ভোর বেলা পূর্বাকাশে রবি কেন হাসে
পাখি কেন গায় গান জানালার পাশে?
ঘুম থেকে জেগে তোলে বন্ধু হবে বলে
আমার হৃদয়ে শুধু ব্যথা গুলো জ্বলে।
আমি জানি খুব জানি তারা ভুলে যাবে
যখন সুখের দেখা নাহি আর পাবে।
সুখের আশায় আসে আমার দুয়ার
ব্যথা ভরা মন থেকে সুখ নিবে ধার?
সবে চায় শুধু সুখ বেদনা চায় না
সুখ ছলে দুঃখ দেয় প্রাণে তো সয় না।
রবি বলে দুঃখ মনে, এক সবে নয়
কাছে আয় সুখ পাবি কেটে যাবে ভয়।
পাখি বলে উঠ তুই শোন মোর গান
দোর খুলে এলে সুখে ভরে যাবে প্রাণ।