কানাইঘাট উপজেলার আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

48

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা পৃথক ভাবে সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি নবাগত নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুমিকান্ত হাজং, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, বিজিবি’র কোম্পানী কমান্ডার নুর আক্তার, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, দীঘিরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, আইন শৃঙ্খলা কমিটির সদস্য জেলা জাপা নেতা আলা উদ্দিন মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খায়রুল বাশার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুমিকান্ত হাজং ভূমি সংক্রান্ত পরিস্থিতি ও গত সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উপজেলা বিজিপি’র কোম্পানী কমান্ডার নুর আক্তার চোরাচালান প্রতিরোধ বিরোধী কর্মকান্ড তুলে ধরে বলেন, কানাইঘাটের সার্বিক আইন শৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সভায় লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ, পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, দীঘিরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল লোভাছড়া পাথর কোয়ারী এলাকার পরিবেশ বিধ্বংসি কর্মকান্ড বন্ধের দাবী জানান। সভায় নবাগত নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, আমি কানাইঘাটের ইউএনও হিসাবে আজকে যোগদান করেছি। সরকারী দায়িত্ব পালনে আমি কঠোর হব, যে কোন ধরনের বেআইনী তৎপরতা কাউকে করতে দেয়া হবে না, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের সুফল যাতে করে সাধারণ মানুষ পান এ জন্য সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিদের নিষ্ঠার সাথে দায়িত্ব পারন করতে হবে। চতুল বাজার সহ অন্যান্য হাট বাজারে জানজট নিরসন, অবৈধ যান বাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সবায় উপস্থিত থানার ওসি (তদন্ত) নুনু মিয়াকে নির্দেশও দেন।