কাজিরবাজার ডেস্ক :
রাষ্ট্রীয় খরচ কমানোর লক্ষ্যে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন নতুন দায়িত্ব নেওয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নিজের মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। মন্ত্রীদের বেতন কমানোর ঘোষণা দিলেও সরকারি কর্মচারিদের বেতন কমানোর বিষয়টি তাদের ওপরেই ছেড়ে দিয়েছেন ৯২ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া এই খবর জানিয়েছে।
বুধবার মাহাথির বলেন, সরকারি ঋণ কমানোর লক্ষ্যে নতুন সরকার মন্ত্রীদের বেতন কমানোর পদক্ষেপ নিয়েছে। উচ্চপদস্থ সরকারি কর্মচারিদেরও বেতন কমানো হবে কিনা সে বিষয়ক এক প্রশ্নের জবাবে মাহাথির বলেন, ১৯৮১ সালে আমি যখন প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম, তখন প্রথম যে কাজটি করেছিলাম তাহলো মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বেতন কমিয়েছিলাম।
তিনি বলেন, আপনারা জানেন ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীদের চেয়েও বেশি বেতন পান। সেকারনে তারা যদি মনে করেন দেশের বর্তমান খরচ কমানোতে তারা অবদান রাখতে চান তাহলে তা করতে পারে। তবে আমরা তাদের জোর করবো না।
মালয়েশিয়ার পার্লামেন্টের ওয়েবসাইট অনুসারে দশ শতাংশ কমানোর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বেতন ২২ হাজার ৮২৭ মালয়েশিয়ান রিঙ্গিত, উপপ্রধানমন্ত্রীর বেতন ১৮ হাজার ১৬৮, মন্ত্রীদের বেতন ১৪ হাজার ৯০৭ ও উপমন্ত্রীর বেতন ১০ হাজার ৮৪৮ রিঙ্গিত।
আগে বারিসন ন্যাসিওনাল জোটের প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারি কর্মচারিদের বেতন ১ জুলাই থেকে বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। মাহাথিরের সরকার বলছে, তারা বিষয়টি পর্যালোচনা করছে।