আজ থেকে শুরু হচ্ছে ২ দিনব্যাপী চাকরি মেলা, ৩শ’ জনের চাকরির সুযোগ

8
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিডি জবস ডটকম এর পরিচালক (মার্কেটিং এন্ড সেল্স) প্রকাশ রায় চৌধুরী।

স্টাফ রিপোর্টার :
দেশি-বিদেশি ৫০টি চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সিলেটে ৩শ’ এর অধিক কারিগরি কাজ জানা লোকের চাকরির সুযোগ করে দিচ্ছে দেশের শীর্ষ চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকম (নফলড়নং.পড়স)। আজ রবিবার সকাল ১১টায় নগরের আরামবাগের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত ২ দিনব্যাপী বিডিজবস কারিগরি চাকরি মেলার উদ্বোধন হবে।
মেলার প্রথম দিনে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো নির্ধারিত পদের বিপরীতে আবেদন গ্রহণ করবে। পরদিন সোমবার বাছাইকৃত আবেদনকারীদের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চাকরি প্রদান করবেন।
চাকরি মেলা উপলক্ষে গতকাল শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিডিজবস ডটকমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিডিজবস ডটকম চাকরিদাতা এবং চাকরি প্রার্থীদের মধ্যে সংযোগ সৃষ্টি করতে গত ১৫ বছর ধরে দেশের বিভিন্নস্থানে চাকরি মেলা আয়োজন করে আসছে।
তিনি বলেন, প্রথমবারের মতো শুধুমাত্র কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী এবং এ পেশায় অভিজ্ঞদের জন্য এবারের মেলার আয়োজন। সিলেটে কারিগরি প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এধরনের কাজে অভিজ্ঞ চাকরি প্রার্থীরা মেলায় তাদের চাকরি খুঁজে নিতে পারবেন।
কারিগরি চাকরি মেলায় সহযোগি হিসেবে রয়েছে- কেয়ার বাংলাদেশ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট, ইউসেপ, সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কারিতাস এবং টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট।
সংবাদ সম্মেলনে বিডিজবস ডটকমের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রকাশ রায় চৌধুরী, কেয়ার বাংলাদেশের সুব্রত সাহা, বিডিজসব ডটকম সিলেটের প্রধান সমন্বয়ক মো. সাইফুল ইসলাম এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ কাজি তরিকুল ইসলাম অভি উপস্থিত ছিলেন।