স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের বাবা-মাকে আটক করা হয়েছে।
রবিবার রাত ১১ টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
এদিকে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল ইসলাম ওরফে ফয়জুল এর চাচা এবং মামাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিন।
শনিবার রাতে ফয়জুলের গ্রামের বাড়ি দিরাইয়ের কলিয়ারকাপনে অভিযান চালিয়ে তার চাচা আব্দুল কাহ্হারকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করে র্যাব। এর আগে শনিবার রাতে শহরতলীর শেখপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ফয়জুলের মামা ফজলু মিয়াকে। টুকেরবাজার ইউনিয়নের সদস্য গিয়াস উদ্দিন জানান, রাতে ফয়জুলের মামাকে জিজ্ঞাসাবাদের জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এদিকে, আটক ফয়জুলকে চিকিৎসার জন্য সিলেট সিএমএইচে ভর্তি করা হয়েছে। তাকে হামলাকারীর পরিচয় সনাক্ত হয়েছে। তার বাড়ি-সুনামগঞ্জের দিরাই উপজেলার কলিয়ারকাপন গ্রামে। তারা বর্তমানে শাহজালাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া এলাকায় বসবাস করতেন। তার পিতার নাম আতিকুল ইসলাম।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম হামলাকারীর নাম ফয়জুর বলে জানান। এর বাইরে তিনি আর কোন তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে, তিনি বলেন, তার সম্পর্কে আরো খোঁজ খবর নেয়া হচ্ছে। অন্য একটি সূত্র জানায়, পরিচয় শনাক্ত হওয়ার পর হামলাকারীর শহরতলীর বাসায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে বলে একটি সূত্র জানায়।
এদিকে, সাংবাদিকদের ব্রিফিংকালে র্যাব-৯ অধিনায়ক লে: কর্ণেল আলী হায়দার আজাদ জানান, ফয়জুর জানিয়েছে, ড. জাফর ইকবাল ইসলামের শত্র“। এ কারণে সে তার ওপর হামলা চালিয়েছে। তাকে পুলিশে হস্তান্তর করা হবে বলে জানান এ র্যাব কর্মকর্তা। এ ঘটনায় র্যাব ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানান তিনি। আটককৃতরা হচ্ছে- ফয়জুরের চাচা আবুল কাহ্হার, রাজা ম্যানশনের একটি কম্পিউটার দোকানের মালিক মঈন উদ্দিন এবং অন্য একজন। র্যাব- তদন্তের স্বার্থে তৃৃতীয় জনের নাম প্রকাশ করেনি। তবে, দ্বিতীয়জনের কম্পিউটারের দোকানে সে ৮ মাস চাকুরি করেছে। লে: কর্নেল আলী হায়দার আজাদ বলেন, ফয়জুরের কাছ থেকে র্যাব বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ফয়জুর দাখিল পর্যন্ত পড়ালেখা করেছে। আলিমে অধ্যয়নের এক পর্যায়ে সে পড়ালেখা ছেড়ে দেয়।